৫ মামলায় সাধারণ ক্ষমা পেলেন সুচি
পোস্ট ডেস্ক :
মিয়ানমারের বেসামরিক নেত্রী অং সান সুচিকে ৫টি মামলায় ক্ষমা করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ৫টি মামলায় তিনি ক্ষমা পেলেও অন্য ১৪টি মামলা মোকাবিলা করতে হচ্ছে তাকে। যে ৫টি মামলা থেকে সাধারণ ক্ষমা দেয়াহয়েছে তা ফৌজদারি বা ক্রিমিনাল কেস। রিপোর্টে বলা হয়েছে বৌদ্ধদের ওয়ান খাও ফানসা বা বুদ্ধিস্ট লেন্ট উৎসব উপলক্ষে কমপক্ষে ৭০০০ বন্দিকে সাধারণ ক্ষমা দেয়া হয়েছে। সেই ঘোষণার মধ্যে আছেন সুচি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ঘোষণায় বলা হয়েছে, অং সান সুচিকে সংশ্লিষ্ট আদালত সাজা দিয়েছিল।
তাকে ক্ষমা করেছেন স্টেট এডমিনিস্ট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান। এ ঘোষণার পর সুচি জেল থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসতে পারবেন কিনা তা স্পষ্ট নয়। তবে সাধারণ ক্ষমা বলতে তাই বোঝায়। কোনো ব্যক্তি জেলে থাকলে সাধারণ ক্ষমার অধীনে তিনি বেরিয়ে আসতে পারেন।
এক্ষেত্রে সুচিরও ব্যত্যয় হওয়ার কথা নয়। যদি তিনি বেরিয়ে আসতে পারেন, তাহলে বাকি মামলা বাইরে থেকে মোকাবিলা করতে পারবেন। তবে এখন পর্যন্ত পরিষ্কার নয় যে, তার ভাগ্যে আসলে কি হতে যাচ্ছে।