মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসী গ্রেপ্তার

Published: 5 August 2023

বিশেষ সংবাদদাতা :


মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্মীরা ২৫২ বাংলাদেশিসহ নথিবিহীন ৪২৫ অভিবাসীকে গ্রেপ্তার করেছেন। কুয়ালালামপুরের চেরাস শহরতলির একটি অ্যাপার্টমেন্ট ব্লকের বিভিন্ন ইউনিট থেকে শনিবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের অনেককেই আলমারি ও ময়লার বিন থেকে বের করে আনা হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক স্যামসুল বদরিন মহসিন বলেছেন, চেরিয়া হাইটস অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়েছে।

এর আগে সেখানকার জনসাধারণ অভিযোগ জানালে দুই সপ্তাহ ধরে তদন্ত ও নজরদারি চালানো হয়। ওই এলাকায় বিদেশিদের সংখ্যা খুব বেশি এবং বিভিন্ন সামাজিক সমস্যা সৃষ্টির অভিযোগ পাওয়া গিয়েছিল।
অভিযানের পর এক সংবাদ সম্মেলনে মহসিন বলেন, ৬০ জন অভিবাসন কর্মকর্তা ও কর্মী অভিযানটি পরিচালনা করেন। মধ্যরাত ১টা থেকে শুরু করে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চলে।

৪২৫ জন নথিবিহীন অভিবাসীকে বৈধ শনাক্তকরণ নথি না থাকার জন্য গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলাকালে কয়েকজন বিদেশি গ্রেপ্তার এড়াতে বোতলসহ বিভিন্ন জিনিস ছুড়ে আগ্রাসী আচরণ করে বলেও তিনি জানান। তবে এতে কেউ হতাহত হয়নি।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশের ২৫২, মিয়ানমারের ১০৮, ফিলিপাইনের দুই, ইন্দোনেশিয়ার ৩০, কম্বোডিয়ার ছয়, নেপালের ২০ এবং পাকিস্তানের সাত নাগরিক রয়েছে।

তাদের সবার বয়স আট থেকে ৫৪ বছরের মধ্যে এবং ৩৭২ পুরুষ ও ৫৩ জন নারী।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারকৃত বিদেশিরা নির্মাণ ও পরিচ্ছন্নতা খাতসহ বিভিন্ন খাতে কাজ করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং অভিবাসন আইনে মামলাটি তদন্ত করা হচ্ছে।