পুঠিয়ায় র‌্যাব এর অভিযানে ৪টি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

Published: 19 August 2023

বিশেষ সংবাদদাতা :


পুঠিয়ায় র‌্যাব- এর অভিযানে ৪টি শুটারগানসহ মিলন (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটক অস্ত্র ব্যবসায়ী মিলন চারঘাট উপজেলার ঝাউবনা ভাটপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। গতকাল শুক্রবার রাত্রি সাড়ে ৯টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল রাতে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের দিক হইতে বাদাম বিক্রেতার ছদ্মবেশে বাদামের ডালিতে করে যাত্রীবেশে ভ্যানে উঠে এজজন ব্যক্তি অবৈধ অস্ত্রসহ পুঠিয়া বাজারের দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর ইউপির শিবপুর বাজার সংলগ্ন শফিকুলের বাড়ীর সামনে রাজশাহী থেকে নাটোরগামী পাঁকা মহাসড়কের উপর পৌঁছে চেকপোষ্ট পরিচালনা করি। চেকপোষ্ট চলাকালীন বানেশ্বর বাজারের দিক হইতে আসা একটি চার্জার ভ্যানকে সিগন্যাল দিয়ে থামানো মাত্রই উক্ত ভ্যানে যাত্রীবেশে থাকা মিলন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘাড়ে থাকা বাদামের ডালিসহ কৌশলে নেমে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার নিকট অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান রয়েছে। এসময় তার কাছ থেকে ৪টি শুটারগান, এশটি মোবাইল ফোন ও এশটি সিমকার্ড উদ্ধার করা হয়। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্ড (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অস্ত্র ব্যবসায়ী মিলনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকারে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান।