থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী শ্রেথা
পোস্ট ডেস্ক :
স্বেচ্ছা নির্বাসন থেকে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর প্রথম রাত জেলেই কেটেছে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রার। কিন্তু সেখানে তার উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা নিয়ে উদ্বেগের কারণে মঙ্গলবার দিবাগত রাত প্রায় দু’টার দিকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। তার প্রতিনিধিরাও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। তবে কারেকশন ডিপার্টমেন্ট একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, উচ্চ রক্তচাপ এবং বুকে ‘টাইটনেস’ বোধ করায় মঙ্গলবার দিবাগত রাত প্রায় ২টার দিকে তাকে রাজধানী ব্যাংককের একটি পুলিশ হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৭৪ বছর বয়সী থাকসিন শিনাওয়াত্রা একজন বিলিয়নার। তিনি তীব্র জনপ্রিয় ফেউ থাই পার্টির প্রতিষ্ঠাতা। ক্ষমতার অপব্যবহার এবং ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বিষয়ক অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে জেল দেয়া হয়েছে। ১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে কাটানোর পর মঙ্গলবার তিনি দেশে ফেরেন।
যেহেতু তার বিরুদ্ধে আগে থেকেই শাস্তি ঘোষণা করা আছে, তাই বিমানবন্দর থেকে প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় সুপ্রিম কোর্টে। আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। ফলে এক রাত তাকে জেলে কাটাতে হয়েছে। একই দিনে দেশটিতে পার্লামেন্ট ভোটে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন থাকসিনের রাজনৈতিক মিত্র ও রিয়েল এস্টেট ব্যবসায়ী শ্রেথা থাভিসিন। রাজনৈতিক টানাপড়েনের মধ্যে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও পুরো দিন সবার দৃষ্টি ছিল থাকসিন শিনাওয়াত্রার দিকে। মঙ্গলবার শেষের দিকে পার্লামেন্ট থেকে ফেউ থাই পার্টির শ্রেথাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা হয়। তিনি রাজকীয় অনুমোদন পেয়েছেন বলে জানানো হয়েছে।
ওদিকে জেলখানায় থাকসিন শিনাওয়াত্রাকে যথাযথ যত্ন নেয়া নিশ্চিত করতে কর্তৃপক্ষ অক্ষম বলে তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশটির জাতীয় পুলিশ অ্যাসিসট্যান্ট প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্রাচুয়াব ওংসুক বলেছেন, জেল কর্তৃপক্ষ পরিস্থিতি মূল্যায়ন করেছে। তারা দেখতে পেয়েছে, সেখানে চিকিৎসক এবং মেডিকেল সরঞ্জামের ঘাটতি আছে। ফলে তারা রোগীর যথাযথ দেখভাল করতে পারবে না।
এর আগে মঙ্গলবার সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে যে, ক্ষমতার অপব্যবহার ও ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বিষয়ে অভিযুক্ত থাকসিনকে আট বছর জেল খাটতে হবে। ওদিকে কারেকশন ডিপার্টমেন্টের মহাপরিচালক আয়ুথ সিনটোপান্ট রয়টার্সকে বলেছেন, রাতে হাসপাতালে স্থানান্তরের সময় থাকসিনের সঙ্গে গিয়েছেন আটজন জেল প্রহরী।