চুয়াডাঙ্গায় বাবাকে কুপিয়ে হত্যা, ঘাতক মেয়েসহ মা গ্রেপ্তার

Published: 26 August 2023

বিশেষ সংবাদদাতা :


চুয়াডাঙ্গার জীবননগরে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার যুবতী মেয়ে। এ ঘটনার পর ঘাতক মেয়ে ও তার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মতি (৫৫) ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে।

মতি তার মেয়ে ময়না খাতুন(২৫)কে অনৈতিক প্রস্তাব দিলে সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে বাবাকে হত্যা করে বলে দাবি করেছে নিহতের স্ত্রী তাসলিমা খাতুন।

স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান জানান, মতিয়ার রহমান মতি ফেরি করে ক্রোকারিজ সামগ্রী বিক্রি করতেন। তার হত্যার কথা শুনে ছুটে আসেন। তবে তার বিরুদ্ধে মা-মেয়ের অভিযোগ ভিত্তিহীন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে নিহতের বাড়িতে এসে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মতিয়ারের দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত মতিয়ার রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) ও মেয়ে ময়না খাতুনকে (২৫) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।