ইরাকে কারফিউ
পোস্ট ডেস্ক :

কুর্দি এবং আরব অধিবাসীদের মধ্যে ভয়াবহ সহিংসতার পর ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার এ বিষয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। তিনি বলেছেন, যেসব এলাকায় দাঙ্গা সৃষ্টি হয়েছে সেখানে এই নির্দেশ কার্যকর থাকবে। কিরকুক গভর্নরেটকে নিরাপদ, স্থিতিশীল এবং শৃংখলা বজায় রাখতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, সহিংসতায় কমপক্ষে একজন বেসামরিক ব্যক্তি নিহত ও আটজন আহত হয়েছেন। তবে কিভাবে ওই ব্যক্তি নিহত হয়েছেন তা পরিষ্কার নয়। তবে স্থানীয় স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের পরিচালক জিয়াদ খালাফ বলেছেন, যারা আহত হয়েছেন তাদের গায়ে বুলেট, ইটপাথর ও কাঁচ লেগে আহত হয়েছেন। আহত হয়েছেন নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর লোকজনও। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
কিরকুকে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে। এই এলাকাটি নিয়ে বাগদাদে ফেডারেল সরকার এবং উত্তরে আধা স্বায়ত্তশাসিত কুর্দিদের মধ্যে বিরোধ আছে।