দিল্লিতে গণধর্ষণের শিকার বাংলাদেশের যুবক

Published: 23 October 2023

পোস্ট ডেস্ক :


বাংলাদেশি যুবককে গণধর্ষণ করা হল ভারতের রাজধানী দিল্লিতে। সেই বাংলাদেশি যুবকের সমকামী পার্টনার বিহারের এক শিক্ষার্থীকেও গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজধানীর শকরপুর এলাকায়।

 

জানা গিয়েছে, রামলীলা দেখতে গিয়েলেন বাংলাদেশের সেই যুবক এবং তার সমকামী পার্টনার। সেখানে পাঁচ যুবকের যৌন লালসার শিকার হন তারা দু’জন। পরে এই ঘটনার অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগের ভিত্তিতে শকরপুর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে। তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যে। ধৃতদের নাম দেবাশিস ভার্মা, সুরজিৎ ও আরিয়ান ওরফে গোলু। এই তিন ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, গণধর্ষণের সঙ্গে আরও দু’জন যুবক জড়ির রয়েছে। সেই অভিযুক্তদের খোঁজে পুলিশ এখন তল্লাশি চালাচ্ছে।

 

অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার অচিন গর্গ এই ঘটনা প্রসঙ্গে জানান, বুধবার স্থানীয় সময় রাত ১টার দিকে বাংলাদেশের দুই নাগরিককে গণধর্ষণ করা হয়েছে বলে খবর পায় পুলিশ। শকরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, যে বাংলাদেশি যুবক গণধর্ষণের শিকার হয়েছেন, তার বয়স ২২ বছর। তিনি শকরপুরে থাকেন। এই ঘটনায় তার প্রেমিকও গণধর্ষণের শিকার। সেই যুবক বিহারের বাসিন্দা। নির্যাতিত দু’জনই দিল্লিতে পড়াশোনা করেন।

 

জানা গিয়েছে, বাংলাদেশের যুবকের সঙ্গে বিহারের সেই যুবকের আলাপ হয়েছিল একটি গে ডেটিং অ্যাপে। সেই মতো দিল্লিতে দেখা হয় দু’জনের। দিল্লির শকরপুরে রামলীলা দেখতে এসেছিলেন দু’জনে। রাত ১১টায় রামলীলা দেখে বাড়ি ফিরছিলেন দু’জনেই। সেই সময় রাস্তায় এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় একজনের। সেই বন্ধুর সঙ্গে অন্য আরও কয়েকজন ছিল। এরপরই সেই পাঁচজন মিলে চড়াও হয় দুই সমকামী যুবকের ওপর। অভিযুক্তরা মিলে দু’জনকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্তরা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

পরে সেখান থেকে কোনও রকমে দুই যুবক নিজেদের বাড়িতে পৌঁছায়। সেখানে তাদের বন্ধুদের কাছে বিষয়টি বলেন দু’জনেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাছাকাছি কিছু সিসিটিভি ফুটেজ স্ক্যান করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে আটক করে। বাকি দুই অভিযুক্তকে খুঁজছে পুলিশ। সূত্র: হিন্দুস্থান টাইমস।