ফিলিস্তিন-ইসরাইল বিষয়ক জরুরি অধিবেশন ফের শুরু জাতিসংঘে

Published: 27 October 2023

পোস্ট ডেস্ক :


জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত সম্পর্কিত দশম বিশেষ জরুরি অধিবেশন বৃহস্পতিবার আবার শুরু হয়েছে।

আজ (শুক্রবার) জর্ডান উত্থাপিত খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে বলে অনুমান করা হচ্ছে।

 

জর্ডানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, আরব দেশগুলোর পক্ষ থেকে জর্ডান জাতিসংঘে যে খসড়া প্রস্তাব উত্থাপন করেছে, তার লক্ষ্য জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সে লক্ষ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা।

শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় এবং প্রত্যেক ফিলিস্তিনি ও প্রত্যেক ইসরাইলি শিশুকে যুদ্ধ ও ভয় থেকে বাঁচাতে এক হয়ে কাজ করার জন্য তিনি জাতিসংঘের সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানান।