কাবুলে বিস্ফোরণে নিহত ২, আহত ৯

Published: 27 October 2023

পোস্ট ডেস্ক :


আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার রাতে এক বিস্ফোরণ ঘটেছে। এতে ২জন নিহত আর ৯জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ খবর জানায়।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান পাজওক আফগান নিউজকে জানান, ১৮তম পুলিশ জেলার সীমানায় অবস্থিত একটি বাজারে বিস্ফোরণটি ঘটে।

‘প্রাথমিক তথ্যে বলা হয়েছে যে আমাদের দুই সহকর্মী শহীদ হয়েছেন এবং নয়জন আহত হয়েছেন যাদেরকে নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে,’ তিনি বলেছিলেন।

সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা লিখেছেন, রাজধানী কাবুলের পুল-ই-খোশক এলাকার একটি স্পোর্টস হলের ভেতরে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিস্ফোরণটি ঘটে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্র: রেডিও ফ্রি ইউরোপ।