গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে

Published: 29 October 2023

পোস্ট ডেস্ক :


গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। রোববার (২৯ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এদের অর্ধেকই শিশু।

গাজায় বড় ধরনের বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে এই বোমা হামলায় গাজার মোবাইল ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। পুরো গাজা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গাজা অন্ধকারে ঢেকে গেছে। এই ব্ল্যাকআউটের কারণে গাজার গণনৃশংসতা ঢাকা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থল অভিযানে গাজায় হামাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে জাতিসংঘে মানবিক যুদ্ধবিরতি পাশ হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। গাজা থেকে ইসরায়েলে কাজ করা কয়েক হাজার শ্রমিককে আটক করা হয়েছে।

শুক্রবারের হামলা এত নৃশংস ছিল যে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা এই ধরনের হামলা আগে দেখেননি। মোবাইল ও ইন্টারনেট কোম্পানির ভবনে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ গবেষক ডেবোরা ব্রাউন।

এর আগে দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টম (সিপিজে) গাজার তথ্য যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছে। তারা উদ্বেগ প্রকাশ করে বলে যে, এটি করা না হলে ইসরায়েল-গাজা যুদ্ধের সবটুকু চিত্র তুলে ধরা সম্ভব হবে না।