মমতার কথায় রাজ্যজুড়ে তোলপাড়

Published: 3 November 2023

পোস্ট ডেস্ক :


এসএসকেএমের চিকিৎসায় তার জীবন সংশয় হয়েছিল- নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই কথা বলার পর রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে জানান, তার পায়ের আঘাতের চিকিৎসা করেছিল এসএসকেএম। তাদের ভুল চিকিৎসায় তার পা সেপটিক হয়ে গিয়েছিল। সাতদিন তিনি বিছানায় শুয়ে থাকতে বাধ্য হন। তাকে ইন্ট্রোভেনাস স্যালাইন দিতে হয়। উত্তরবঙ্গে পঞ্চায়েত প্রচারে গিয়ে কপটার দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী প্রথম পায়ে আঘাত পান। তারপর স্পেন সফরে গিয়ে দ্বিতীয়বার তিনি পায়ে আঘাত পান। তার চিকিৎসা চলে রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের তত্ত্বাবধানে। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মমতা এসএসকেএম সম্পর্কে ভুল চিকিৎসার অভিযোগ আনেন। তিনি যে ৫০ দিন নবান্নে আসতে পারেননি ভুল চিকিৎসার কারণে তাও জানান।

মমতার এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে। এসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস মমতার কথার তীব্র প্রতিবাদ জানিয়ে বলে যে, রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল সম্পর্কে রাজ্যের প্রশাশনিক প্রধানের এমন কথা বলা উচিত নয়। বহু সাধারণ মানুষ এসএসকেএমে চিকিৎসা করাতে যায়। তাদের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছাবে। এসোসিয়েশন তাদের বিবৃতিতে বলে, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যে ডক-এ উঠেছে মুখ্যমন্ত্রীর এই কথাই তার প্রমাণ। বিজেপির সংসদ সদস্য দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যের মানুষ আর কোন ভরসায় এসএসকেএমে চিকিৎসা করাতে যাবেন? তিনি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে শোকজের কথা বলেন। দিলীপ ভালো করেই জানেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় স্বয়ং। তবু, তিনি এই কথা বলেন খানিকটা ব্যাঙ্গর সুরেই। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মমতা বন্দোপাধ্যায় যে গাছে চড়েছেন, সেই গাছের ডালেই কোপ মেরেছেন। সাধারণ মানুষের আর আস্থা থাকবে না এসএসকেএম সম্পর্কে।