বার্মিংহামের ওয়ালসলে পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে সেমিনার
‘পরিবেশ ও স্বাস্থ্য’ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হল বার্মিংহামের ওয়ালসলে। ওয়ালসল বাংলাদেশী প্রোগ্রেসিভ সোসাইটির উদ্যোগে কমিউনিটির সর্বস্তরের নারী পুরুষের সরব উপস্থিতিতে ওয়ালসের রয়াল হোটেলে এই সেমিনারে প্রধান বক্তা হিসাবে বিশিষ্ট চিকিৎসক ও টিভি ব্যাক্তিত্ব ডা: জাকি রেজোওয়ানা আনোয়ার পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নিয়াজ জায়গীরদার ও জোহোরা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ালসাল বারা কাউন্সিলের মেয়র ক্রিস টাও। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালসাল ও ডাডলি অঞ্চলের ন্যাশনাল লটারীর ফান্ড রেইজার কেইয়ন ব্লেইক, ওয়ালসল বাংলাদেশী প্রোগ্রেসিভ সোসাইটির উপদেষ্টা ক্রিস ডেয়ার ও ফয়জুর রহমান চৌধুরী এমবিই।
অনুষ্ঠানের প্রধান বক্তা ডা: জাকি রেজোওয়ানা আনোয়ার পরিবেশ দূষণ কিভাবে স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং এ বিষয়ে ব্যাক্তিগত ও সমষ্টিগত দ্বায়িত্বের উপর আলোকপাত করেন। সংগঠনটির কর্ণধার জনাব মোস্তফা চৌধুরী যুবরাজ তাঁর সমাপনী বক্তব্যে সেমিনারটি সফল করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।