বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাফিজ-গুলজার -মনির প্যানেল এর নমিনেশন দাখিল এবং ইফতার মাহফিল অনুষ্টিত
খালেদ মাসুদ রনি:
উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট এর মর্যদা পূর্নউদ্ধার, বিশ্বনাথের শিক্ষা বিস্তারের যুগোপযোগী সিদ্ধান্ত এবং ট্রাস্টকে একটি সম্মানজনক অবস্থায় ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে মাফিজ -গুলজার -মনির প্যানেল এর নমিনেশন দাখিল করা হয়েছে।গত রবিবার বিকাল ৪ টায় বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে ব্রিকলেনস্থ নির্বাচন কমিশনারের অফিসে নমিনেশন দাখিল করেন ১৭ সদস্যের প্যানেল।
নমিনেশন দাখিলের সময় উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী এবং ফাউন্ডার ট্রাস্টি আলহাজ্ব রইস আলী, আবুল কালাম আজাদ, প্রতিষ্টা কালীন ট্রেজারার মুহাম্মদ আব্দুল মজিদ, মনির উদ্দিন বশির, আফসর মিয়া ছোট মিয়া, আব্দুল কুদ্দু, আব্দুল মনাফ ,লাকী মিয়া, আব্দুস সুবহান ফারুক , আজিজুল খান (রাজু ), ফারুক মিয়া, কদর উদ্দিন ,আকলুছ মিয়া, মদরিস আলী, মফজ্জুল আলী, জাকের বস্ক চৌধু, আব্দুল বারী, সাজিদ আলী মেনন, আব্দুস সুবহান, নুরুল ইসলাম , মুমিন খান মুন্না, আব্দুস সুবহান ফারুক, জাকির হুসেন কয়েস,আব্দুর রব, লিটন প্রমুখ ।
উল্লেখ্য, দীর্ঘ ৭ বছর আগামী ৫ মে অনুষ্টিত হচ্ছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচন। নির্বাচনকে ঘিরে ট্রাস্ট্রিদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
এদিকে, সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের মাফিজ -গুলজার -মনির প্যানেলের আয়োজনে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। গত রবিবার ব্রিকলেইন মসলা রেস্টুরেন্টে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী এবং ফাউন্ডার ট্রাস্টি আলহাজ্ব রইস আলী। প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী পদপ্রার্থী শরিফুল ইসলাম এর পরিচালনায় আলোচনায় অংশ নেন আবুল কালাম আজাদ, প্রতিষ্টা কালীন ট্রেজারার মুহাম্মদ আব্দুল মজিদ, আব্দুল কুদ্দুস, আফসর মিয়া ছোট মিয়া, আলহাজ্ব তৈমুস আলী, আব্দুস সুবহান, সাদেক আলী , ওয়াহিদ আলী নুরুল ইসলাম জ্যাকেল বস্ক চোধুরী, আজিজুল খান (রাজু ), হাবিবুর রহমান, মুমিন খান মুন্না, আব্দুর রব, লিটন, নাসির উদ্দিন আহমদ, আক্তার হুসাইন, আবু তাহের ,সফিক মিয়া প্রমুখ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রার্থী গুলজার খান, ট্রেজারার প্রার্থী মনির আহমদ ,সহ-সভাপতি প্রার্থী ফারুক মিয়া, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী কবির মিয়া, সংকৃতিক সম্পাদক প্রার্থী হাবিবুর রহমান হাবিব , আব্দুল ওয়াদুদ সাহেল, শেখ মবশ্বির আলী প্রমুখ।
আলোচনা সভায় প্রবীণ ট্রাস্টিগণ দীর্গ ৭ বছর নির্বাচন অনুষ্টিত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন, একই সাথে মাফিজ -গুলজার—মনির প্যানেল সাধারণ ট্রাস্টিদের পক্ষের প্যানেল উল্লেখ করে সমর্থন জ্ঞাপন করেন। ট্রাস্টকে বাঁচাতে মফিজ – গুলজার -মনির প্যানেল এর সবাইকে নির্বাচিত করার আহ্বান জানান। আলোচনা সভা এবং ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় মাফিজ -গুলজার—মনির প্যানেল এর পক্ষ থাকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। শেষে দোয়া মাহফিলে দেশ এবং জাতির কল্যান কামনা করে মেনাজাত করা হয়।