নর্থ বাংলা প্রেস ক্লাব র আত্নপ্রকাশ : মুহাম্মদ শহিদুর রহমান জামাল সভাপতি, মোহাম্মদ আব্দুলাহ আল আজিজ জেনারেল সেক্রেটারি, এনামুল আলম ট্রেজারার নির্বাচিত
যুক্তরাজ্যের নর্থলিঙ্কন শায়ার কাউন্সিলের আওতাধীন সংবাদকর্মীদের নিয়ে বস্তনিষ্ঠ সংবাদ পরিবশেনের লক্ষে স্কানথর্প নর্থলিঙ্কন শায়ার বাংলা প্রেস ক্লাবের আত্নপ্রকাশ হয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচনের মাধ্যমে প্রেস ক্লাবের ২০২৪-২৬মেয়াদে চ্যানেল এস-এর রিপোর্টার মুহাম্মদ শহিদুর রহমান জামাল কে সভাপতি, নর্থলিঙ্কন শায়ার চ্যানেল ৭ এর রিপোর্টার মোহাম্মদ আব্দুলাহ আল আজিজ কে জেনারেল সেক্রেটারি এবং এটি এন বাংলা টেলিভিশন ইউকের স্কানথর্প রিপোর্টার এনামুল আলম ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ১৪মে রাত ৯টায় স্কানথর্পের এক হলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি সম্পাদক ও ট্রেজারার তিনটি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বাকি পদগুলো পরিপূর্ণ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির আত্নপ্রকাশ ঘটে।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের এর সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মহিত গাজী, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী,আল ইসলাম ইউকের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, স্কানথর্প টাউন ওয়ার্ডের কনজারভেটিভ কাউন্সিলার ক্যান্ডিডেট জনাব আনজুম চৌধুরী!