ভোট দিলেন কিয়ের স্টারমার, ভিক্টোরিয়া

Published: 4 July 2024

পোস্ট ডেস্ক :


লন্ডনের উত্তরে ক্যামডেনে ভোট দিয়েছেন বৃটেনে বিরোধী লেবার দলের নেতা স্যার কিয়ের স্টারমার ও তার স্ত্রী ভিক্টোরিয়া। এ খবর দিয়ে অনলাইন স্কাই নিউজ বলছে, এ সময় কিয়ের স্টারমার পরেছিলেন লাল টাই। তার স্ত্রীর পরনে ছিল লাল পোশাক। এর আগে ওই একই কেন্দ্রে ভোট দেন অভিনেতা চার্লস ড্যান্স।