লেবার সরকারের মন্ত্রী হলেন টিউলিপ

Published: 10 July 2024

পোস্ট ডেস্ক :


যুক্তরাজ্যের নব গঠিত লেবার সরকারের মন্ত্রী পরিষদে স্থান পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত বৃটিশ এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী টিউলিপ সিদ্দিক। তাকে যুক্তরাজ্যের নগরমন্ত্রী বা ‘সিটি মিনিস্টার’ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার এখবর দিয়েছে নিউ ইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সদ্য সম্পন্ন হওয়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে চতুর্থবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক।

লেবার সরকার গঠন করার পরপরই জল্পনা কল্পনা ছিল স্টারমারের মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন বৃটিশ বাংলাদেশি কেউ একজন। কিন্তু প্রথম কেবিনেট মন্ত্রীদের তালিকায় কেউ স্থান পাননি, সর্বশেষ বৃটিশ মন্ত্রীপরিষদে ইতিহাসের প্রথম মন্ত্রী হলেন বৃটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিক। টোরি সরকারের আমলে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে ছায়া অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ও লেবার ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, মিডিয়া ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।।
বৃটেনের রয়েল সোসাইটি অব আটর্সের ফেলো টিউলিপ সিদ্দিক ২০১৫ সালে প্রথমবার বৃটিশ সংসদ সদস্য নির্বাচিত হন। লন্ডনে জন্ম নেয়া টিউলিপ ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হয়ে যুক্ত হন বৃটিশ রাজনীতিতে।