কুমিল্লায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলি

Published: 11 July 2024

পোস্ট ডেস্ক :


চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টাকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে তিনটায় এ সংঘর্ষ শুরু হয়। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে। শিক্ষার্থীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে ৩ শিক্ষার্থী ও ৩ পুলিশ সদস্য আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।