ঢাবি ক্যাম্পাসে চক্কর দিল ড্রোন
পোস্ট ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় জমায়েতস্থলগুলোর ওপরে আকাশে ড্রোন চক্কর দিতে দেখা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে টিএসসি, শহীদ মিনারসহ বিশেষ করে ছাত্রজমায়েত এলাকার আকাশে ড্রোন উড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট ড্রোন উড়তে দেখা গেছে।
তবে এসব ড্রোন কারা উড়িয়েছেন এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবির সঙ্গেও শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাস কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা নিয়ন্ত্রণে নিয়েছেন বলে জানা যাচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের বেশির ভাগই গুলিবিদ্ধ। আহত হয়েছেন বেশ কয়েকজন।