রাজধানীর সায়েন্সল্যাবে আন্দোলনকারীদের বিক্ষোভ

Published: 4 August 2024

বিশেষ সংবাদদাতা :

সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলনের কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। তবে পুরো এলাকাজুড়েই পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন। এতে এই এলাকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এসময় আন্দোলনকারীদের ‘এক, দুই, তিন, চার খুনি হাসিনা গদি ছাড়’, ‘এই বাংলায় হবে না, বৈষম্যের ঠিকানা’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘ চলছেই চলবে, আমাদের আন্দোলন’, সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে।

আন্দোলনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমরা ন্যায্য অধিকার চেয়েছিলাম। তখন আমাদের নানানভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এখন এক দফা এক দাবি আর কোনো আপস হবে না। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। বাংলার মাটিতেই খুনিদের বিচার নিশ্চিত করা হবে।
আন্দোলনে উপস্থিত ঢাকা কলেজের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম বলেন, আমরা ন্যায্য অধিকার চেয়ে রাজাকার ডাক শুনতে হয়েছে। এখন এক দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সরকারকে পদত্যাগ করতে হবে না করা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পোষ্য গুণ্ডাবাহিনী গতকাল সারারাত গুজব ছড়িয়েছে। তবে জনতার ঢল কেউ রুখতে পারবে না।

ইনান হাসান নামের আরেক শিক্ষার্থী বলেন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর পুলিশ গুলি করে আন্দোলন বন্ধ করতে চেয়েছে। কিন্তু ছাত্র সমাজ সে চেষ্টা রুখে দিয়েছে। আমাদের আন্দোলন চলছে চলবে।

তবে পুরো এলাকাজুড়েই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।