ঢাকা আওয়ামীপন্থী আইনজীবীদের চেম্বার ভাংচুর

Published: 6 August 2024

বিশেষ সংবাদদাতা :


সরকার পতনের পর ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার শাহাদাতের কার্যালয় ও আওয়ামীপন্থি আইনজীবীদের চেম্বারে ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তারা আইনজীবী সমিতির আওয়ামীপন্থী সভাপতি আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদাত শাওনসহ আওয়ামীপন্থী আইনজীবীদের চেম্বার ভাঙচুর করে।

এ সময় বিক্ষোভকারীরা আইনজীবী সমিতির সামনে আগুন ধরিয়ে দেয়। তারা প্রত্যেকটি এজলাসে এজলাসে গিয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।

আইনজীবী সমিতির সামনে তারা মুহূর্মুহু স্লোগান দেয়, মিছিল করে। তারা সিএমএম আদালতের সামনেও আগুন দেয়।

প্রত্যক্ষদর্শী আইনজীবীরা বলছেন, সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থি আইনজীবীরা। তারা প্রত্যেকটি আদালতের ভেতরে দেয়ালে টাঙানো বঙ্গবন্ধু ও সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে তাতে আগুন দেন।

এদিন নিরাপত্তাজনিত কারণে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে কোনো আসামিকে আদালতে হাজির করেনি কারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মো. সাদিক ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন জানান, দেশের চলমান পরিস্থিতির কারণে নিরাপত্তার স্বার্থে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে আসামিবাহী কোনো প্রিজন ভ্যান আসেনি।