বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্র্বতী সরকারশপথ নেবে: সেনাপ্রধান
বিশেষ সংবাদদাতা :
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্র্বতীকালীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৫ জনের।
বুধবার (৭ আগস্ট) বিকালে সেনা সদরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, অন্তর্র্বতীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্র্বতীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, ড. ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করবো। আশা কারি বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় অন্তর্র্বতীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে। এছাড়া ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন।
এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।