গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ-গুলিতে কারারক্ষীসহ আহত ১৬

Published: 8 August 2024

বিশেষ সংবাদদাতা :


গাজীপুর জেলা কারাগারে কারারক্ষীদের জিম্মি করে নিজেদের মুক্তির দাবিতে আন্দোলন করেন বন্দিরা। এসময় তাদের মধ্যে হঠাৎ উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বন্দিরা পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করে কর্তৃপক্ষ। এসময় তিন কারারক্ষীসহ ১৬ জন আহত হন বলে নিশ্চিত করেছে কারাকর্তৃপক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিপুল সংখ্যক সেনাবাহিনি মোতায়েন করা হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা কারাগারে বিভিন্ন মামলার বন্দিরা রয়েছেন। রাজনৈতিক মামলায় গ্রেপ্তার অনেক নেতাকর্মীরাও এই কারগারে আছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) পৌঁনে ১২ টার দিকে কিছু বন্দি কারাগারের অভ্যন্তরে থাকা কারারক্ষীদের জিম্মি করেন। তারা নিজেদের মুক্তির দাবিতে আন্দোলন করতে শুরু করেন। পরে কারারক্ষীরা তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। এসময় বন্দিদের অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উত্তেজনা বৃদ্ধি পেলে কারারক্ষী ও বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় নিরাপত্তা রক্ষীরা গুলি ছুড়ে। এতে ১৩ জন বন্দি গুলিবিদ্ধ হন। এছাড়া আহত তিন কারারক্ষী।পরে কারাকর্তৃপক্ষ সেনাবাহিনীর সদস্যদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারে একের এক গুলির শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র আরও জানায়, জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। গত কয়েকদিন দেশের বিভিন্ন কারাগারে বন্দি বিক্ষোভের খবর গাজীপুর জেলা কারাগারে বন্দিরা পায়। এদিকে ছাত্র ও রাজনৈতিক মামলার আসামিদের মুক্তি দিলে সেখানে থাকা মাদক ও হত্যা মামলায় বন্দি আসামিরা মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে তাদের নিয়ন্ত্রণ করতে রাবার বুলেট ছোঁড়া হয়। এতে ১৬ জন আহত হয়েছে। তবে ভেতরে এখন সেনাবাহিনী আসায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে বাইরে থেকে মুহুর্মুহু গুলির শব্দ পাওয়া যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । তবে দুপুর সাড়ে ১২ টার দিকে সেখান থেকে আর কোনো গুলি ছোড়ার শব্দ পাওয়া যাচ্ছে না।

সরেজমিনে কারাগারে গিয়ে দেখা যায়, কারাগার ফটকের সামনে বেশ কয়েকটি সেনাবাহিনীর গাড়ি। ভেতর বাহিরে রয়েছে সেনা সদস্যরা। উৎসুক জনতাকে তাড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। কারারক্ষী সবাই সিভিল পোশাকে কাজ করছেন।

এদিকে কাশিমপুর কারাগার থেকে বন্দীদের পালানোর ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। সকালে তাঁর স্থানে নতুন কারা সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার আনোয়ারুল করীম বলেন, কারাগার থেকে বন্দিরা পালানোর চেষ্টা করেন । তাদের নিবৃত্ত করতে গুলি করে নিরাপত্তা রক্ষীরা। এতে ১৫-১৬ জন আহত হয়েছেন।

গাজীপুর জেলা কারা হাসপাতালের চিকিৎসক মাকসুদা বলেন, কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছেন। এ ঘটনায় ১৬ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে কেউ মাথায়, কেউ চোখে, কেউবা পায়ে আঘাত পেয়েছেন। আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ১৩ জন কারাবন্দী ও তিনজন কারারক্ষী আছেন। তবে এ ঘটনায় এখনো কেউ মারা যান নি।