মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বৈঠক
বিশেষ সংবাদদাতা :
বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।
শুক্রবার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ ছাড়া বৈঠকে আছেন ঢাকার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।
বৈঠক শেষে গোয়েন লুইস বলেন, বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জাতিসংঘের। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে গড়ে তোলা হবে এসব বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়েছে।
বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের শঙ্কা কেটে গেছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা।