বিজ্ঞাপন-প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ

Published: 9 August 2024

বিশেষ সংবাদদাতা :


বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারে বিধিনিষেধ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শনিবার (৯ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।

বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৯ আগস্ট) কয়েকটি জাতীয় পত্রিকায় ড. ইউনূসের ছবি ব্যবহার করে সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে কিছু প্রতিষ্ঠান। এ নিয়ে শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

এবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ ধরনের বিজ্ঞাপন বা প্রচারে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না।