ডেমরায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

Published: 10 August 2024

বিশেষ সংবাদদাতা :


রাজধানী ঢাকার ডেমরার ওরিয়েন্টাল স্কুল মোড় এলাকায় আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (০৯ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইদ আহমেদ ৬৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক। পেশায় ব্যবসায়ী ও ডেমরার বাহির টেংরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেকেন্দার।

গুরুতর আহত অবস্থায় আবু সাঈদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামা আপেল মাহমুদ জানান, আবু সাঈদ ডেমরা ৬৭ নম্বর ওয়ার্ডের যুবদল আহ্বায়ক। পাশাপাশি ব্যবসায়ী। সন্ধ্যার দিকে ডেমরা সারুলিয়া একটি স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে যায় তারা। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে আনা হয়।
তিনি জানান, শুক্রবার যুবদলের পক্ষ থেকে এলাকায় একটি মিছিল করা হয়। সাংগঠনিক কাজকর্ম শেষে বাসার সামনে পৌঁছালে সেখানেই তার ওপরে হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আনোয়ার, আকবর, রনি, জ্বীন বাবু, সালামসহ অনেকে জড়িত বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ডেমরা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানতে পেরেছি তিনি ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ছিলেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।