সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র আটক
বিশেষ সংবাদদাতা :
ঠাকুরগাঁও-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের অন্যতম সদস্য ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে (৮৪) আটক করা হয়েছে। তার পরিবারের অভিযোগ, সাদা পোশাকে একদল পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে গেছেন।
সদর উপজেলার রুহিয়ার কশালগাঁওয়ের নিজ গ্রাম শুক্রবার (১৬ আগস্ট) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা থেকে আসা আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দল তাকে আটক করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রমেশ চন্দ্রের স্ত্রী অঞ্জলি সেন।
অঞ্জলি সেন বলেন, সাদা পোশাকে ১০-১৫ জনের একটি দল এসে তাকে তুলে নিয়ে যায়। তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু জানানো হয়নি। সবার কাছে অস্ত্র ছিল। পরে তারা বলেন ওঠেন, চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি কিন্তু কিছু বলেননি।
এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, রাত ১১টায় রমেশ চন্দ্র সেনের বাসা থেকে ফোন আসে। সেখানে যাওয়ার পর আমি দেখতে পাই, ঢাকা হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসেছেন এবং রমেশ চন্দ্র সেনকে তাদের হেফাজতে নিয়ে যান।
উল্লেখ্য, সাবেক খাদ্য ও পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন বিভিন্ন সময়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্যসহ সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচনি বোর্ডের সদস্য ছিলেন। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচ বার সংসদ সদস্য হলেও শেষ তিনটি নির্বাচনই বিতর্কিত ও ভোটারবিহীন হিসেবে বহুল আলোচিত।
সন্তানহীন রমেশ সেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য করে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ সাধারণের মাঝে আলোচিত। তার আটকের খবরে চারিদিকে উল্লাস ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে তার আটকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপারের বক্তব্য জানতে সাংবাদিকরা তার কার্যালয় ও সদর থানার সামনে ভিড় করেন। তবে রাত ২টা পর্যন্ত এ নিয়ে কিছু জানানো হয়নি।