রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহত
বিশেষ সংবাদদাতা :
রাজধানীর সবুজবাগের বাসাবোতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইউসুফ (৪০) নামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।
শনিবার (৩১ আগস্ট) ভোর ৪টার দিকে বাসাবো ফ্লাইওভারের নিচে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মো. ইউসুফকে উদ্ধার করে ভোর সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ইউসুফ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার চম্পক নগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি রুম নিয়ে একাই থাকতেন তিনি। তার পরিবার থাকতেন গ্রামে। তিন ছেলের জনক ছিলেন তিনি।
মৃতের ভাতিজা শাকিল মিয়া বলেন, তার চাচা ইউসুফ ব্যাটারিচালিত রিকশাচালক। রিকশাটির মালিক তিনি নিজেই। প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত রিকশাটি চালাতেন। শনিবার ভোরে বাসাবো ফ্লাইওভারের নিচে তার রিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে পেটে এবং বুকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। সেখানকার লোকজন দেখে ফেলায় ছিনতাইকারীরা রিকশাটি নিয়ে যেতে পারেনি, ফেলে রেখেই পালিয়ে যায় তারা।
পরে ওই এলাকার লোকজন ও এক শিক্ষার্থী তাকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তার স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।