যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু : জিএম কাদের
বিশেষ সংবাদদাতা :
যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগের মতোই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে।
সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, আগের মতোই যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে। যুক্তরাজ্য বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।
বেলা পৌনে ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ব্রিটিশ হাইকমিশনারের বারিধারার বাসভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান সারাহ কুক। আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ হাইকমিশনার ও জাতীয় পার্টি চেয়ারম্যান।
বৈঠকে অংশ নেওয়ায় জাতীয় পার্টি চেয়ারম্যানকে ধন্যবাদ জানান ব্রিটিশ হাইকমিশনার। বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।