পাকিস্তানে উপজাতিদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১৫, আহত ৭

Published: 13 October 2024

পোস্ট ডেস্ক :


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুররাম নামক জেলায় উপজাতিদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী এবং এক শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। এ খবর দিয়েছে অনলাইন ডন।
পুলিশের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, কুররাম অঞ্চলের মকবাল এবং আলিজাই উপজাতির মধ্যে শনিবার ভোরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাকবাল উপজাতি প্রথমে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গোলাগুলির পরই জেলার বিভিন্ন স্থানে এর উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের মধ্যে বিভিন্ন যানবাহনকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ইতিমধ্যেই নিহতদের মৃতদেহ জেলার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পারাচিনার ডিএইচকিউ মেডিকেল সুপারিনটেনডেন্ট ড. সৈয়দ মীর হাসান বলেছেন, আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থায়ী শান্তি পুনরুদ্ধার এবং পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জরুরি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন কুররাম জেলা প্রশাসক জাভেদুল্লাহ মাহসুদ।

দুই উপজাতির মধ্যে এমন ভয়াবহ সংঘর্ষের ঘটনায় স্থানীয় নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয় উপজাতি পরিষদের সদস্য পীর হায়দার গণমাধ্যমে বলেছেন, ইতিমধ্যেই তারা উত্তেজনা নিরসনে উভয় উপজাতির নেতাদের সঙ্গে আলাপ করেছেন। সংঘর্ষের ঘটনায় স্থানীয়ভাবে শান্তি বিনষ্ট হয়েছে বলে মনে করছেন উপজাতি পরিষদের সদস্যরা।

গত সেপ্টেম্বরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ওই অঞ্চলে ৪৬ জন নিহত হয়েছিলেন। সেসময় উপজাতির মধ্যে আলোচনার সুবিধার্থে একটি স্থানীয় কমিটি নিযুক্ত করেছিল জেলা প্রশাসক। ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই পুনরায় উত্তপ্ত হয়েছে কুররাম জেলা।