নারীকে যৌন নিপীড়ন: খোদ মহারাষ্ট্রে ইসকন সন্ন্যাসী জুতাপেটা

Published: 27 December 2024

পোস্ট ডেস্ক :


মন্দিরে কর্মরত এক মহিলাকে নিয়মিত অশ্লীল মেসেজ, ছবি ও ভিডিও পাঠানোসহ বিভিন্ন ধরনের যৌন নিপীড়ন অভিযোগে খোদ ভারতের মহারাষ্ট্রে এক ইসকন সন্ন্যাসীকে জুতাপেটা করা করেছে স্থানীয় হিন্দুরা। শুধু জুতোপেটা করেই ক্ষান্ত হয়নি তারা, দিয়েছে পুলিশেও।

সম্প্রতি মহারাষ্ট্রের পালঘর জেলায় বাসাইয়ের একটি ইসকন মন্দিরে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই মন্দিরেই কর্মরত মহিলার সঙ্গে ওই সন্ন্যাসী নিয়মিত আপত্তিজনক আচরণ করতেন। মহিলাকে অশ্লীল মেসেজ, ছবি ও ভিডিও পাঠিয়ে উত্যক্ত করতেন। বাধ্য হয়ে ওই মহিলা তার পরিবারের সদস্যদের জানান। এ কথা জানার পর মহিলার পরিবারের সদস্যরাসহ স্থানীয় হিন্দুরা ওই সন্ন্যাসীকে বেধড়ক মারধর ও জুতাপেটা করে। পরে তাকে পুলিশের কাছে তুলে দেয়া হয়।

হামলার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে খোদ ভারতেই সমালোচনার ঝড় উঠেছে।

এ ঘটনায় চুপ থাকায় ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা ও বিজেপির শুভেন্দু অধিকারী কঠোর সমালোচনা করে পশ্চিমবঙ্গের শ্রী কিষ্ণ পাল এক ভিডিওতে বলেন, যারা এত হিন্দু দরদ দেখাচ্ছে বাংলাদেশকে নিয়ে, আজ কোন গদি মিডিয়া কিংবা শুভেন্দু অধিকারী কিংবা বিজেপি বা আরএসএসের কোন নেতা মহারাষ্ট্রের এই ইসকন সন্ন্যাসীকে যে গণধোলাই দিলো পাবলিকে, বিশেষ করে হিন্দুরা; এটা নিয়ে একবারের জন্য কোন খবর নেই কেন?

তিনি বলেন, এ ঘটনা নিয়ে বিজেপি কিংবা আরএসএস বা তথাকথিত ওই সমস্ত রিপাবলিক টিভি, এবিপি আনন্দ, টিভি ৯; এরা কেন খবর করছে না? বিষয়টা হচ্ছে, বাংলাদেশ নিয়ে মুসলিম বিদ্বেষ ছড়াতে হবে, সেটা তাদের ভোটব্যাংকে কাজে লাগবে। কিন্তু মহারাষ্ট্রের মত একটা বিজেপি শাসিত রাজ্যে, সেখানে হিন্দুদের কাছেই গণধোলাই খেলো একজন ইসকনের মহারাজ। এটা নিয়ে একবারের জন্য খবর করবে না রিপাবলিক টিভি? মুখ খুবে না? রাস্তায় নামবে না? লুঙ্গি ড্যান্স হবে না শুভেন্দু বাবু? এ বিষয় নিয়ে কি বলবেন?

ইসকন সন্ন্যানী বা মহারাজদের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়, ইসকনের প্রতিষ্ঠাতার বিরুদ্ধেও নারী ও অপ্রাপ্ত বয়স্ক শিশুদের যৌন নির্যাতন-নিপীড়নের অভিযোগ রয়েছে। একই অভিযোগে অভিযুক্ত ছিলো চিন্ময় দাসও। এ কারণেই পৃথিবীর বহু দেশে ইসকন নিষিদ্ধ।