জিহাদিদের শায়েস্তা করতে পদক্ষেপ নেবে ভারত : শুভেন্দু

Published: 30 December 2024

পোস্ট ডেস্ক :


বাংলাদেশের ‘জিহাদিদের’ শায়েস্তা করতে একাত্তরের মতো পদক্ষেপ নেবে ভারত। এমনই দাবি করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মন কি বাত অনুষ্ঠানে যোগ দিয়ে রোববার শুভেন্দু অধিকারী বলেন, কিছুদিন সময় লাগবে, তবে একই রকম ব্যবস্থা নিশ্চিত হবে। এ ব্যাপারে আমরা আশাবাদী।

রীতিমতো হুংকার দিয়ে তিনি বলেন, যেভাবে বাংলাদেশের জিহাদি শক্তি ভারতকে আক্রমণ করছে, এমনকি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিকভাবে জয়ী রাষ্ট্রপতিকেও তারা ছাড়ছে না, তাতে বোঝা যাচ্ছে ৭১ সালে স্বাধীনতাবিরোধীরা, যারা পাকিস্তানকে সমর্থন করেছিল, যাদের জন্য ৩০ লক্ষ বাঙালি শহিদ হয়েছেন, কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছেন, তারাই পেছনের দরজা দিয়ে দেশ চালাচ্ছেন।

বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ ঘটনা সামনে আসার পর থেকেই শুভেন্দু অধিকারী নানা সময়ে নানা হুঁশিয়ারি দিয়ে চলেছেন। রোববারও তিনি বলেছেন, মৌলবাদ, জঙ্গিবাদ, পাকিস্তানের রাজাকার ও রাজাকারদের নাতি জিহাদি শক্তি যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে। এটা আমাদের সকলের দাবি ও আশা।

এই প্রসঙ্গে তিনি রামজন্মভূমি মামলার প্রধান সাক্ষী আচার্য রামভদ্রাচার্যজির মন্তব্যের কথা তুলে ধরেন। দু’দিন আগে আচার্য রামভদ্রাচার্যজি বলেছেন, এরা সোজা কথা শোনে না। এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে। শুভেন্দু অধিকারীও এই একই পথের পথিক বলে নিজেকে মনে করেন।