ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ
পোস্ট ডেস্ক :
চুক্তি শেষ হওয়ায় ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে বলে জানিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, ২০২২ সাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলেও কিয়েভের ভিতর দিয়ে ইউরোপীয়ান দেশগুলোতে গ্যাস সরবরাহ করে আসছিল মস্কো। এক্ষেত্রে দুই দেশের গ্যাস ট্রানজিট কোম্পানির মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি ছিল। তবে ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগ্যাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে চুক্তি শেষ হওয়ায় বছরের প্রথম দিন থেকেই রাশিয়ার গ্যাস পাচ্ছে না ইউরোপ। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আমাদের রক্তের বিনিময়ে রাশিয়াকে অতিরিক্ত অর্থ আয় করতে দেয়া হবে না। এ বিষয়ে ইউরোপীয়ান ইউনিয়নকে এক বছরের সময় দিয়েছেন জেলেনস্কি। এর মধ্যে তাদের বিকল্প পথ বের করার অনুরোধ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইউক্রেনের মধ্যদিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশের গ্যাস ব্যবস্থা স্থিতিস্থাপক এবং সহনীয় রাখার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে তাদের। রাশিয়া এখনও কৃষ্ণ সাগরের ওপারে টার্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি, তুরস্ক এবং সার্বিয়ায় গ্যাস পাঠাতে পারবে। ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ করায় ইউরোপে রাশিয়ার সস্তা গ্যাসের যুগের সমাপ্তি ঘটল বলে উল্লেখ করেছে বিবিসি। তবে কিয়েভের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্লোভাকিয়া। ইউরোপীয়ান ইউনিয়নের কমিশন বলছে, সতর্ক পরিকল্পনা এবং বিকল্প সরবরাহ পথ তৈরি না হলে সংকটে পড়তে পারে দেশটি। তবে সমগ্র ইউরোপের জন্য এর কৌশলগত এবং প্রতীকী প্রভাব অনেক বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউরোপে রাশিয়া বাজার হারানোয় তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।