তিব্বতে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩
পোস্ট ডেস্ক :
চীনের তিব্বতের পাহাড়ি অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬২ জন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটে ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতস। এতে এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
খবরে বলা হয়, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে নেপালের কাঠমান্ডুতেও এর কম্পন অনুভূত হয়েছে।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল একটি ভূমিকম্প প্রবণ এলাকা। এখানে প্রায়শই ভূমিকম্পের খবর পাওয়া যায়। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছিলেন।