স্ত্রীর জানাজার আগ মুহূর্তেই মারা গেলেন স্বামী

Published: 2 February 2025

পোস্ট ডেস্ক :


সিলেটে বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুর শোকে জানাজার কিছুক্ষণ আগে মারা গেলেন স্বামীও। কয়েক ঘন্টার ব্যবধানে তারা দুজন মারা যান।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিশ্বনাথ পৌর শহরের ইলামেরগাঁও আটঘর গ্রামে এমন ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন-হাজী জমসিদ আলী ও হাওয়ারুন নেছা (৮০)। স্বামী-স্ত্রীর এমন মৃত্যুতে এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হাজী জমসিদ আলীর স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জানাজার নামাজ নির্ধারণ করেন পরিবারের লোকজন। নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পূর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজী জমসিদ আলী। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন অসুস্থ জমসিদ আলীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু স্ত্রীর জানাজার নামাজের ১০-১৫ মিনিট পূর্বে ইহকাল ত্যাগ করেন।

এই দম্পতির ছেলে আব্দুল আজিজ বলেন, আম্মার জানাজার নামাজের ১০-১৫ মিনিট পূর্বে আব্বাও মারা যান। এক সঙ্গে আব্বা-আম্মার মৃত্যু আমাদের কাছে অনেক কষ্টদায়ক।

হাওয়ারুন নেছার জানাজার নামাজ নির্ধারিত সময় অনুষ্ঠিত হলেও হাজী জমসিদ আলীর জানাজার নামাজ রোববার বাদ আসর অনুষ্ঠিত হয়।