ভারতীয় পাসপোর্ট ছাড়ছেন ‘ঋণখেলাপি পলাতক’ ললিত মোদি

Published: 8 March 2025

পোস্ট ডেস্ক :


ঋণখেলাপি ললিত মোদি ভারত থেকে পালিয়ে গিয়েছেন বেশ কয়েক বছর আগেই। কিন্তু তাঁর বিরুদ্ধে তদন্ত অব্যবহত রয়েছে। চলছে তাঁকে প্রত্যর্পণের চেষ্টা। এসবের মধ্যেই ভারতীয় নাগরিকত্বই ছাড়তে আগ্রহী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা ললিত মোদি। লন্ডনে ভারতীয় হাইকমিশনে নিজের ভারতীয় পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন ললিত। ভারতের বিদেশমন্ত্রক এই তথ্য নিশ্চিত করেছে।বিদেশমন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে, ললিত মোদি ভারতের পাসপোর্ট ছাড়তে চান। অর্থাৎ এ দেশের নাগরিকত্ব আর রাখতে চাইছেন না পলাতক ব্যবসায়ী। তিনি লন্ডনের ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতীয় পাসপোর্ট জমা দেওয়ার আবেদন জানিয়েছেন।

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, “ললিত পাসপোর্ট ছাড়ার জন্য আবেদন করেছেন। তাঁর আবেদন পত্র খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।” একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, “ললিতের বিরুদ্ধে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার, সেটা নেওয়া হবে।” জানা গিয়েছে , ভারতের নাগরিকত্ব ছেড়ে ললিত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশ ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করেছেন। ললিত ২০১০ সালে ভারত ছেড়েছিলেন। তারপর লন্ডনে বসবাস শুরু করেন।

তাঁর বিরুদ্ধে আইপিএলের প্রধান থাকাকালীন কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। কেন দ্বীপরাষ্ট্র ভানুয়াতুরের নাগরিকত্ব নিয়েছেন ললিত? মনে করা হচ্ছে যে, ভারতের সঙ্গে এই দ্বীররাষ্ট্রের প্রত্যর্পণ চুক্তি নেই। তাই আগামী দিনে তিনি যদি ভারতের আইনে দোষীও সাব্যস্ত হন, তাতেও তাঁকে দেশে ফেরাতে পারবে না ভারত। আপাতত তিনি থাকেন বৃটেনে। ইন্টারপোল তাঁর খোঁজে নোটিস জারি করেছে। কিন্তু এখনও ললিতকে দেশে ফেরানো যায়নি। দেশে ফেরার রাস্তা পুরোপুরি বন্ধ করার জন্যই পাসপোর্ট ছাড়তে চাইছেন ললিত।