বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ৩০ লক্ষাধীক টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১
সিলেট অফিস :
সিলেটের বিয়ানীবাজারে বিজিবি-৫২ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা বলে বিজিবি সূত্র দাবী করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৭ টায় বিয়ানীবাজার উপজেলার গজুকাটা বিওপি কমান্ডার এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে থানার গহেলাপুর প্রথম ব্রিজ নামক স্থানে চেক পোস্ট পরিচালনা করে একটি সিএনজি আটকিয়ে গজুকাটা গ্রামের মঈন উদ্দিনের পুত্র মোঃ আসলাম হোসেনকে আটক করে। বিজিবির তল্লাসীকালে আসলামের প্যান্টের পকেট হতে ৩টি প্যাকেট, সিএনজির সীটের নীচ হতে ৪০ প্যাকেট এবং সিএনজির ইঞ্জিন কভারের ভিতর হতে ৩৮ প্যাকেটসহ সর্বমোট ৮১ টি নীল পলিথিনের প্যাকেট জব্দ করে। পরে গণনা করে ৯৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট পায় বিজিবি। যার বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। পরে আটককৃত আসামী ও ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজি অটো রিক্সা বিজিবির হেফাজতে নেয়া হয়েছে।
সূত্রটি জানায়, আটককৃত সিএনজিতে মোট ৫জন ইয়াবা ব্যবসায়ী ছিলেন। বিজিবি উপস্থিতি টের পেয়ে ৪ জন পালিয়ে গেলেও আসলাম আটক হয়।
এ বিষয়ে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক মোঃ মেহেদী হাসান, পিপিএম বলেন, ‘‘সীমান্ত এলাকায় মাদকের প্রবাহ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তাদের নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক চোরাচালান প্রতিরোধ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বিজিবি, যাতে করে সীমান্তে বিজিবি জনগণের আস্থার প্রতীক হয়ে থাকতে পারে।