ভারতে অনুপ্রবেশে ২ বাংলাদেশি আটক

Published: 23 August 2020

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি দুই নির্মাণ শ্রমিককে আটক করেছে বিএসএফ। গত শুক্রবার রাতে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার দীঘলটারী গ্রামের নাজির হোসেনের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রাজমিস্ত্রি শামীম হোসেন ও শাহজালাল মিয়া। তাঁদের মধ্যে শামীম কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী গ্রামের সোহরাব আলীর ছেলে ও শাহজালাল মো. হামিদুল ইসলামের ছেলে।

কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।’