আগামী তিন-চারদিনে ভারতে বড় ভূমিকম্প হতে পারে
পোস্ট ডেস্ক : একদিকে করোনার কালো ছায়া, অন্যদিকে আর এক অশনিসংকেত –ভূমিকম্প। ২০২০ সালটি সত্যিই ভারতের জন্যে কালো ভ্রুকুটি।
বিশিষ্ট ভূবিজ্ঞানী ড: সুজিব কর জানাচ্ছেন, আগামী তিন-চারদিনের মধ্যে উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে ভয়াবহ ভূমিকম্প হতে পারে। ডা: সুজিব কর বলছেন, আফ্রিকান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের ক্রমান্বয় অবস্থান পরিবর্তন ভূমিকম্প সৃষ্টি করবে। ইতিমধ্যেই আফ্রিকান প্লেট এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটে ভূকম্পের হদিশ মিলেছে। ভূবিজ্ঞানীর এই পর্যবেক্ষণকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত সরকার। সমস্ত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রগুলোকে সক্রিয় করা হয়েছে।