আবারো পেনাল্টি থেকে গোল মেসির, বার্সাকে বাঁচালেন স্টেগান

Published: 5 November 2020

পোস্ট ডেস্ক : চলতি মৌসুমে ওপেন প্লে থেকে এখনো পর্যন্ত গোলহীন লিওনেল মেসি। বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লীগে ডাইনামো কিয়েভের বিপক্ষে পেনাল্টি থেকে এক গোল করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

ম্যাচে বার্সেলোনা জিতেছে ২-১ গোলে। তবে এই জয়ে বড় অবদান গোলরক্ষক মার্ক আন্দ্রে টার-স্টেগানের। ইনজুরি কাটিয়ে ফেরা এই জার্মান তারকা চারটি দুর্দান্ত সেভ করে বাঁচিয়েছেন বার্সাকে।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসির সফল স্পটকিকে পঞ্চম মিনিটেই লিড নেয় বার্সেলোনা। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি তার পঞ্চম গোল। সবগুলোই এসেছে পেনাল্টি থেকে।
সপ্তম মিনিটে পেদ্রির শট ফিরে আসে বার কাঁপিয়ে । পরের মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি আঁতোয়ান গ্রিজম্যান।

আনসু ফাতির শট কিয়েভ গোলরক্ষক রুসলান নেসচেরেতকে ঠেকিয়ে দিলেও ফাঁকায় বল পেয়ে যান গ্রিজম্যান। কিন্তু বল মারেন পোস্টের বাইরে দিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে মেসির ফ্রিকিক অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন রুসলান। ৬৫তম মিনিটে পিকের কল্যাণে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সেলোনা। ফাতির ক্রস থেকে হেডে কিয়েভের জালে বল জড়ান এই স্প্যানিয়ার্ড। ৭৫তম মিনিটে কিয়েভের হয়ে এক গোল শোধ করেন ভিক্টর সিগানকভ।
এই জয়ে ‘জি’ গ্রুপে শীর্ষ স্থান অক্ষুণ্ন রাখলো বার্সেলোনা। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জুভেন্টাস।