মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশি নিহত

Published: 8 November 2020

বিশেষ সংবাদদাতা : মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যার পর গুলিবিদ্ধ হওয়া জেলে রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত জেলে মোহাম্মদ ইসলাম (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বরইতলী এলাকার গুরা মিয়ার ছেলে। টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজির আহমদ বলেন, শনিবার সন্ধ্যায় তিন জেলে কাঠের নৌকা নিয়ে মাছ শিকারে নাফ নদীতে যান। কিছুক্ষণ পর মিয়ানমারের বিজিপি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সেখানে মোহাম্মদ ইসলামের পেটে গুলি লেগে আহত হন। তার সঙ্গে থাকা অন্য জেলেরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।