জুড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে স্বাধীনতার মহান স্হপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নিজ হাতে গড়া শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে জুড়ী উপজেলা ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
৪ ঠা জানুয়ারি ২০২১ খ্রীঃ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের একেকটি সিঁড়ি বেয়ে বাংলাদেশ ছাত্রলীগ ৭৩ বছরে পদার্পণ করেছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা, শান্তি, প্রগতির মূল মন্ত্রে দিক্ষিত হয়ে গৌরব গাঁথা ইতিহাসকে সমুন্নত রাখতে ও জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে আরোও একধাপ এগিয়ে যাবে। প্রতিষ্টার এই গৌরবময় দিনটি উদযাপনে বাংলাদেশ ছাত্রলীগ, জুড়ী উপজেলা শাখা নানা কর্মসূচী গ্রহণ করেছে। শনিবার (৯ ই জানুয়ারী) জুড়ী দুপুর ২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে দুপুর ২.৩০ ঘটিকায় বর্ণাঢ্য র্র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানে শিশুপার্কে বিকাল ৩ ঘটিকায় কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বলের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সহ-সভাপতি আহমেদ কামাল অহিদ, হাসান তারেক, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, চন্দন দাস কলেজ ছাত্রলীগের সভাপতি আশফাক আদনান সাধারণ সম্পাদক গৌতম দাস প্রমুখ। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাবুদ্দিন সাহেবের বলেন,আগামীকাল রোববার(১০ ই জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় দুঃস্হদের মাঝে শীত বস্ত্র ও মাস্ক বিতরণ। সোমবার (১১ ই জানুয়ারী) জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১১ ঘটিকায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে। উক্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করে গৌরব ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ বছর উদযাপন স্বার্থক ও সাফল্যমন্ডিত করতে সকল ইউনিটের নেতাকর্মীদের আজকের মত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করিতে অনুরোধ করছি।