মেসির আয় ৫৭০৩ কোটি টাকা!

Published: 1 February 2021

পোস্ট ডেস্ক : করোনা মহামারীর কারণে অর্থনৈতিক মন্দায় জর্জরিত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এক বিলিয়ন ডলারের বেশি ঋণের সাগরে ডুবেছে কাতালান ক্লাবটি।

বিষয়টি স্বীকার করে এর জন্য বারবারই করোনাকে দায়ী করছে বার্সেলোনা কর্তৃপক্ষ।

কিন্তু স্প্যানিশ দৈনিক এল মুন্দোর দাবি, করোনা নয়; ক্লাবটির সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে করা সর্বশেষ চুক্তির কারণেই এ অর্থনৈতিক সংকটে পড়েছে বার্সেলোনা। এ দাবির পক্ষে ২০১৭ সালে করা বার্সা-মেসির ৩০ পৃষ্ঠার চুক্তিপত্র ফাঁস করে দেয় এল মুন্দো।

আর সেখানেই দেখা গেল, মেসির পেছনে কত বড় অঙ্ক খরচ করছে বার্সা। মেসির পেছনে বার্সেলোনার খরচের অঙ্কটা রীতিমতো অবিশ্বাস্য। চার বছরের চুক্তিতে সব মিলিয়ে মেসির আয় হবে প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার ৭০৩ কোটি টাকা!

সে হিসাবে ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে বার্সেলোনা থেকে মেসি আয় করেন ১৩ কোটি ৮০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার ৪১৮ কোটি টাকা!

২০১৭ সালে চার বছরের নতুন চুক্তির সময় সাইনিং বোনাস হিসাবে ১৫.২ মিলিয়ন ইউরো পেয়েছিলেন মেসি। দীর্ঘদিন একই ক্লাবে খেলায় আরও ৭৮ মিলিয়ন ইউরো বোনাস যোগ হয় তার খাতায়। এর বাইরে বছরে নির্ধারিত বেতন ১১৫ মিলিয়ন ইউরো তো রয়েছেই।

সব মিলিয়ে শুধু ক্লাব থেকেই মেসির বার্ষিক আয় ১৩৮ মিলিয়ন ইউরোর বেশি।

প্রসঙ্গত আর্জেন্টাইন খুদেরাজ লিওলেন মেসি মাত্র ১৩ বছর বয়সে ২০০০ সালে বার্সেলোনায় যোগ দেন। ২০০৪ সালে বার্সার জার্সি গায়ে মাঠে নামেন। দলটির হয়ে ৭৫৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে রেকর্ড ৬৫০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ২৮০ গোল করিয়েছেন আর্জেন্টাইন তারকা।

ক্যারিয়ারের পুরোটা সময় বার্সেলোনাতেই খেলেছেন মেসি। এখন পর্যন্ত দলটির হয়ে ১০টি লা লিগা, চারটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি কোপা দেল রেসহ অনেক শিরোপা জিতেছেন।