ইসলামী দৃষ্টিতে করোনা টিকা: একটু ভেবে দেখুন

Published: 19 February 2021

শফি আহমেদ:

সাত মাস যাত্রার পর আজ রাত নাসার মার্স রোভার রেড প্লানেটে অবতরণ করল। খবরটি সারা বিশ্বে একটি ব্রেকিং নিউজ রূপে প্রচার হচ্ছে। একটু ভাবুন এই স্পেসক্রাফ্ট বা এরকম লক্ষ মহাকাশযান কি পারবে ভোরের আলো ফুটাতে যদি না কাল সূর্য উঠে। বিশ্বকে আলোর মুখ কে দেখাতে পারে,  রাতের তিমির আঁধার হতে কে পারবে বিশ্ববাসীকে উদ্ধার করতে?

প্রশ্ন হতে পারে হঠাৎ করে এমন প্রশ্ন কেন? সাথে থাকেন সে উত্তর পাবেন। একটু পড়েন। করোনা টিকার প্রয়োজনীয়তা নিয়ে  আমরা ভাবছি। একটু গভীর ভাবেই ভাবতে হচ্ছে এবং আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা সম্মত হবে এমন প্রচেষ্টাই  করছি।

বলা যেতে পারে সূর্য না উঠলেও আমাদেরতো বিদ্যুৎ আছে। কিন্তু তা কতক্ষণ?  দূর আকাশের আলো রশ্মি আমাদের এই ছোট্ট পৃথিবীতে আসে না ফুটলে একসময় আমাদেরকে তিমির আঁধারে নিমজ্জিত হতে হবে। কারণ প্রাকৃতিক আলো ছাড়া ক্রমশ আমরা বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতাও হেরে ফেলবো।

শুধু কি তাই সূর্য আলো ছাড়া ফল ফসল ও হয়না। তখন আমরা বেঁচে থাকার জন্য খাবো কি? তাই আমাদের দৃষ্টি সীমার শিখর চূড়ায় আকাশের ঐ অন্তহীন নীলিমা আমাদের ধরা ছুঁয়ার বাহিরে থাকলেও এর মধ্যকার সোনালি সূর্য আলো আমাদের আবশ্যকীয় জরুরি।

তাহলে আমাদের এমন অপরিহার্য প্রয়োজনীয় সূর্য আলো কে দেন? আমরা বিশ্বাসীগণ সেটা জানি। বিশ্ব প্রতিপালক মহান আল্লাহ পাক এটা করে থাকেন। তাঁর বিশেষ কুদরতের মধ্যেই তিনি এটা করেন। বিজ্ঞানীরা এই প্রকাণ্ড আলোকবর্তিকার পিছনে কোনো ওয়ারিং খুঁজে পান না। আমরাও তো ভোরের আকাশ পারে সূর্য  টেনে তুলছেন এমন সারিবদ্ধ ফিরিশতাগণ দেখতে পাইনা। কিন্তু আমরা জানি প্রয়োজনীয় আলো ছড়াতে মহান আল্লাহ পাকের হুকুমে সূর্য উদয় হয়ে থাকে। আমরা এ বিশ্বাস করি।

আমরা বর্তমান বিশ্ববাসী করোনা নামক এক প্রাণঘাতী গহ্বরে আশার আলো  খুঁজছি। স্বাভাবিক জীবনে ফিরে আসার আশায় দিন গুনছি। আল্লাহ তায়ালা  সদয় হলে এটা সম্ভব হবে এটাও আমরা জানি। তাহলে এই মহামারী বিলুপ্ত করতে
কি তিনি আকাশ থেকে ফিরিস্তা পাঠাবেন?

কৈ এমন ঘটনা আগে কখনও হয়নি। মহামারী হয়েছে এবং শেষ হয়েছে ফিরিস্তা আসার প্রয়োজন হয়নি। আল্লাহ তায়ালা কোন কিছু করতে চাইলে শুধু ‘কুন্’ বলিলেই হয়। যেমন প্রতিদিনের ভোরের সূর্য আল্লাহ তায়ালার কুদরতে উদয় হয়, তা কিভাবে হয় দৃশ্যতঃ সে সব উপকরণ দেখা যায়না। তা বুঝে নিতে হয়।

আল্লাহর যখন ইচ্ছে হবে আমাদেরকে করোনা মুক্তি দেন তখন ইহা থেকে মুক্তি লাভের উপায় ভের করে দিবেন। টিকা তৈরি করার তৌফিক বা ক্ষমতা আমরা মানুষকে দিবেন। এটা বিবেচনা করে বুঝে নেয়া কি খুব কঠিন? টিকা নিয়ে এখনও যারা সন্দেহমান একটু ভেবে দেখুন।