রিয়াল মাদ্রিদের জয় চান বার্সেলোনা কোচ!

Published: 6 March 2021

পোস্ট ডেস্ক : ক্লাব ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াইটা প্রায়ই এই দুই দলের মধ্যেই হয়। অথচ রিয়াল মাদ্রিদের জয় চাইছেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান।

মূলত নিজেদের স্বার্থের কারণেই এখন রিয়ালের পক্ষে নিজের সমর্থন রাখছেন বার্সা কোচ। রোববার মাদ্রিদ ডার্বি ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে রিয়ালের পক্ষেই থাকবে তার সমর্থন।

লা লিগার চলতি মৌসুমে একক আধিপত্য দেখাচ্ছে অ্যাতলেতিকো মাদ্রিদ। রিয়াল-বার্সার চেয়ে এখনো ৫ পয়েন্টে এগিয়ে অ্যাতলেতিকো। এই ব্যবধান আরও কমানোর সুযোগ রোববারের ম্যাচে। অ্যাতলেতিকোর বিপক্ষে রিয়াল জিতলেই শিরোপা সম্ভাবনা বাড়বে বার্সা ও রিয়ালের।

২৫ ম্যাচে সমান ৫৩ পয়েন্ট রয়েছে রিয়াল ও বার্সার। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে বার্সা, রিয়াল তিনে। এদের ওপরে অ্যাতলেতিকো। ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট তাদের। এখন রোববারের মাদ্রিদ ডার্বিতে রিয়াল জিতলে অ্যাতলেতিকোর সঙ্গে তাদের ব্যবধান কমে আসবে দুইয়ে। একই অবস্থা হবে বার্সারও, যদি তারা নিজেদের পরের ম্যাচ জেতে।

মাদ্রিদ ডার্বিতে ওপরে থাকা দল অ্যাতলেতিকোর পয়েন্ট খোয়ানোর দিকেই তাকিয়ে আছেন বার্সা কোচ। কোম্যান বলেছেন, “মাদ্রিদ ডার্বি? প্রথমে মূলত আমাদের ম্যাচ। সেখানে আমাদের জিততে হবে। আর এরপর এটা সবসময়ই ভালো যদি ওপরের দিকের দল পয়েন্ট হারায়। তবে তাদের ম্যাচ নিয়ে আমাদের ভাবলে হবে না, যদি আমরা না জিতি।”

রোববার রাতে রিয়াল-অ্যাতলেতিকো ম্যাচের আগে ওসাসুনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। নিজেদের ম্যাচের দিকেই মূল ফোকাস রাখার কথা জানিয়ে কোম্যান বলেছেন, ‘আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। কারণ রোববার খেলবে অ্যাতলেতিকো ও রিয়াল। তাদের যে কেউ বা দুই দলই পয়েন্ট হারাবে। তাই আগে আমাদের জয় নিশ্চিত করতে হবে।”