আত্মহত্যা করলেন ‘দঙ্গল’ খ্যাত গীতা-ববিতার বোন
পোস্ট ডেস্ক : কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে আত্মহত্যা করলেন আমির খানের ‘দঙ্গল’ খ্যাত গীতা-ববিতার বোন রীতিকা।
ফোগট পরিবারের কথা উঠে এসেছিল আমির খান অভিনীত সেই সিনেমাটিতে। রীতিকাও সেই পরিবারেরই অংশ। রাজ্য স্তরের সাব-জুনিয়র বিভাগে খেলত সে। গত ১৪ই মার্চ ভারতের ভরতপুরে একটি প্রতিযোগিতার ফাইনাল খেলা হয়। সেখানে মাত্র ১ পয়েন্টের জন্য পরাস্ত হয় সে। অল্পের জন্য পরাজয় মানতে পারেননি রীতিকা। ক্ষোভে-অভিমানে আত্মহননের পথ বেছে নেন।
ভারতীয় কুস্তির ইতিহাসে উজ্জ্বল নাম গীতা ও ববিতা ফোগট। সম্পর্কে তাদেরই বোন হয় রীতিকা।
মাত্র ১৭ বছর বয়সী এই কুস্তিগীর যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। বৃহস্পতিবার তার আত্মহত্যার খবরে শোকস্তব্ধ ভারতীয় ক্রীড়া মহল।
রীতিকার ফাইনালের দিনে দর্শকাসনে উপস্থিত ছিলেন তার প্রশিক্ষক ভারতীয় কুস্তির উজ্জ্বল নাম মহাবীর সিংহ ফোগট। তিনিও ঘটনায় স্তব্ধ। মহাবীর ফোগট অ্যাকাডেমির সদস্য ছিলেন রীতিকা।