বিস্মিত শহীদ আফ্রিদি

Published: 18 March 2021

পোস্ট ডেস্ক : জমজমাট লড়াইয়ের মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দুষেছেন দেশটির সাবেক তারকারা।

খেলোয়াড়দের করোনায় আক্রান্তের বিষয়ে পিসিবি দায়ী বলে অসন্তোষ প্রকাশ করেছেন পাক গতি তারকা শোয়েব আখতার।

এবার শোয়েবের সঙ্গে সুর মেলালেন সাবেক পাক অধিনায়ক বুমবুম শহীদ আফ্রিদি।

পিএসএলে করোনাভাইরাসের আঘাতে পিসিবির উদাসীনতা ও পরিকল্পনাহীনতাকেই কারণ বলে মন্তব্য আফ্রিদির। পিসিবির কাণ্ডে বিস্মিত শহীদ আফ্রিদি।

গত বুধবার লাহোরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফ্রিদি বললেন, ‘পিএসএল পাকিস্তান ক্রিকেটের অনেক বড় একটা ব্র্যান্ড। সেই টুর্নামেন্টটা আয়োজনের আগে কোনো বিকল্প পরিকল্পনা আলোচনা করে রাখেনি পিসিবি, ব্যাপারটা দুঃখজনক। খেলেয়াড়দের করোনায় আক্রান্তের প্রথম খবরের পাঁচ দিন পর স্থগিত হয়েছে পিএসএল। এ সময়ের মধ্যেও বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি পিসিবি। অথচ এই সময়ের মধ্যে বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি পিসিবি! আর এ বিষয়টা আমাকে অবাক করেছে। এই স্থগিত হয়ে যাওয়াটা আদৌ কোনো ভালো বার্তা দিচ্ছে না।’

উল্লেখ্য, করোনার হানায় গত ৪ মার্চ স্থগিত হয়ে যায় পিএসএলের ষষ্ঠ আসর। প্রথম স্পিনার ফাওয়াদ আহমেদের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। এরপর আরও তিন বিদেশি ক্রিকেটার আর এক সাপোর্ট স্টাফ করোনাক্রান্ত হন। এক দিন না পেরোতেই খবর আসে, একাধিক দলে করোনা শনাক্ত হয়েছে আরো বেশ কয়েকজন। জৈব সুরক্ষায় থেকেও করোনায় আক্রান্তের এমন সব খবরে নড়েচড়ে বসে পিসিবি। অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি।

তবে এরইমধ্যে পিসিবি থেকে জানানো হয়েছে, আগামী জুনে ফের মাঠে গড়াবে পিএসএলের বাকি ২০ ম্যাচ। প্রয়োজনে এশিয়া কাপে অংশ না নিয়ে পিএসএলের সফল সমাপ্তি দেবেন তারা।