রোনালদোর ছুঁড়ে ফেলা সেই আর্ম ব্যান্ডের মূল্য ৬৪ লাখ টাকা!

Published: 3 April 2021

পোস্ট ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর ছুঁড়ে ফেলা সেই আর্ম ব্যান্ডটি নিলামে তোলা হয়েছিল।

বিশ্ববিখ্যাত ফুটবলারের আর্ম ব্যান্ডটি বিক্রি হয়েছে বিশাল মূল্যে। যার পুরো অর্থই খরচ করা হবে সার্বিয়ার এক শিশুর চিকিৎসায়।
তিন দিনের অনলাইন নিলাম শেষে পর্তুগিজ সুপারস্টারের আর্ম ব্যান্ডের মূল্য দাড়িয়েছে ৬৪০০০ ইউরোতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪ লাখ টাকা।
গত ২৭শে মার্চ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সার্বিয়ার বিপক্ষে রোনালদোর করা একটি নিশ্চিত গোল বাতিল করেন রেফারি। ম্যাচটি ২-২ থাকা অবস্থায় একেবারে শেষের দিকে ইনজুরি টাইমে গোলটি করেছিলেন পর্তুগালের তারকা স্ট্রাইকার। রেফারি গোল বাতিল করার পর এ নিয়ে রোনালদো প্রতিবাদ জানান। যার জেরে রেফারি তাকে সতর্কও করেন। এরপরে ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই অধিনায়কের মাঠেই আর্ম ব্যান্ড ফেলে দেন সিআরসেভেন।
ছুঁড়ে ফেলা আর্ম ব্যান্ডটি খুঁজে পান এক মাঠকর্মী। যিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে সেটি তুলে দেন। সার্বিয়ার ৬ মাসের এক শিশুর চিকিৎসার জন্য অর্থ জোগান দিতে সেই ব্যান্ডটি নিলামে তুলে সংস্থাটি। শিশুটি স্পাইনাল মাসকুলার এট্রোফির মতো দুরারোগ্য অসুখে আক্রান্ত।