আর্সেনালকে উড়িয়ে দিল লিভারপুল
পোস্ট ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে লিভারপুলকে আতিথ্য দিয়েছিল আর্সেনাল।
শনিবার এমিরেটস স্টেডিয়ামে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের কাছে ৩-০ গোলের ব্যবধানে হারের তেতো স্বাদ পেলো গানাররা। লিভারপুলের পক্ষে দিয়েগো জোতার জোড়া গোলের মাঝে একটি গোল করেন মোহাম্মদ সালাহ।
পুরো ম্যাচের প্রায় ৬৫ শতাংশ বল দখলে রেখেও প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করতে পারেনি লিভারপুল। ম্যাচ জুড়ে মোট ১৬টি শট নেয় অল রেডরা, যার ৭টি লক্ষ্যে ছিল। অপরদিকে ৩৫ শতাংশ বল দখলে রেখে মাত্র ৩টি শটের দুটি লক্ষ্যে মারতে সমর্থ হয় আর্সেনাল।
৩৬তম মিনিটে এগিয়ে যাওয়ার সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি লিভারপুল। জেমস মিলনারের কাট ব্যাক ডি-বক্সে ফাঁকায় পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেয় আলেক্সান্ডার-আর্নল্ড।
বিরতি থেকে ফিরে এগিয়ে যায় সফরকারীরা। ৬৪তম মিনিটে ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ান আর্নল্ড। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লাফিয়ে হেড দিয়ে গতবারের চ্যাম্পিয়নদের এগিয়ে নেন বদলি নামা দিয়েগো জোতা।
৬৮তম মিনিটে ব্যবধান বাড়ান মোহাম্মদ সালাহ।
ফ্যাবিনিয়োর পাসে একজন ডিফেন্ডারকে এড়িয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই মিশরীয় স্ট্রাইকার।
৮২তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন জোতা। সালাহ’র বাড়ানো বল ডি-বক্সে খুঁজে পায় সাদিও মানেকে। সেনেগাল ফরোয়ার্ড বল নিয়ন্ত্রণে রাখতে না পারলে দুর্দান্ত শটে স্কোরলাইন ৩-০ করেন জোতা।
৩০ ম্যাচে ১৪ জয়, ৭ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ১২ জয়, ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে অবস্থান আর্সেনালের। ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানস্টোর সিটি। ২৯ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে লেস্টার সিটি।