বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর পয়েন্ট থেকে ১৮২ পিছ ইয়াবাসহ আটক ১
সিলেট অফিস : বিয়ানীবাজার থানা পুলিশ পৌরসভার
ফতেহপুর পয়েন্টে অভিযান চালিয়ে ১৮২ পিছ ইয়াবাসহ জয়নাল আবদিন নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার রাত সাড়ে ৯টায় ওসি হিল্লোল রায় এর নেতৃত্বে সাব ইন্সপেক্টর যীশু দত্ত জয়নাল আবেদিনকে ইয়াবাসহ গ্রেফতার করেন।
সে বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের জালাল উদ্দিন এর পুত্র। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার মাদক ব্যবসায়ী জয়নাল আবেদিনকে আদালতে প্রেরণ করা হয়েছে।