সিলেটে দুই দিনে করোনায় ১০ জনের মৃত্যু

Published: 25 April 2021

সিলেট অফিস :


প্রাণঘাতী করোনাভাইরাসে সিলেটে আরো দুই জনের মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আজ রবিবার চিকিৎসাধীন অবস্থায় এ দু’জন মারা যান।তাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা। দু’জনেরই বয়স ৫০ ঊর্ধ্ব। করোনায় মারা যাওয়া একজনের বাড়ি সিলেট জেলায় ও অন্য জনের বাড়ি হবিগঞ্জ জেলায়। এদিকে গতকালও সিলেটে করোনায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায় রবিবার রাত সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়া পুরুষ করোনা আক্রান্ত ও মহিলার শরীরে ছিল করোনার উপসর্গ।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১টার দিকে একজন ও সন্ধ্যা ৬টার দিকে আরেকজন মারা যান।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শামসুদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছেন ৭৩ জন করোনা রোগী। এরমধ্যে ৪৭ জনের করোনা পজেটিভ ও ২৬ জনের শরীরে রয়েছে করোনার উপসর্গ।